মৃন্ময় রায়, কোচবিহার: দলগাঁও অঞ্চলে ফের বিজেপিতে ভাঙ্গন ধরালো শাসক দল। রবিবার ফালাকাটা বিধানসভার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানে বিভিন্ন লাইন থেকে মোট ৫২টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস, আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন, কিছুদিন আগে বিজেপির দুজন পঞ্চায়েত সদস্যা ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিজেপির কয়েকজন শ্রমিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আজকেও ৫২টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এছাড়াও আগামীতে ফের ধস নামানো হবে এবং আগামী দিনে টার্গেট দলগাঁও অঞ্চলে বিরোধী শুন্য করা। ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া, গ্রামীণ ব্লক সম্পাদক ধর্মেন্দ্র মিশ্রা, শ্রমিক নেতা রামচন্দ্র লোহার, সিরিল বাঘোয়ার,মাহাদো উরাও,অঞ্চল সভাপতি জেরম বাড়া চেয়ারম্যান আগস্টুস সুরিন, তৃণমূল নেতা বীরসা উরাও, সোনেলাল টোপ্পো,বাবলু উরাও সহ প্রমুখ।
