কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো পঞ্চম সমাজকল্যাণ রত্ন সন্মান 2022

f0ff0cfe-f958-4b3b-a45f-a4fd04d0635d

ইন্দ্রজিৎ আইচঃ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের ও ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পরিচালনায় পঞ্চম সমাজকল্যাণ রত্ন সন্মান 2022। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন মেয়র পরিষদ ও অনুষ্ঠানের সভাপতি স্বপন সমাদ্দার, ইন্ডিয়ান হিউম্যান রাইটস্ -র পশ্চিমমবঙ্গ শাখার সভাপতি মনোতোষ বেরা, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও কনভেনার সঞ্জয় ভাওয়ার।
এবারের সমাজ কল্যাণ প্রাপকেরা হলেন অর্ধেন্দু শেখর ঘোষ, রাজদীপ ব্যানার্জী, মনোতোষ বেরা, সৌরভ গাঙ্গুলী, বিশ্বরূপ
সিনহা, দেব কুমার দে, সঞ্জয় তাওয়ার, বিশ্বজিৎ ঘোষ, স্বপন সমাদ্দার, অলোক বর্ধন, নিরঞ্জন বর, রামিতা মজুমদার, মোহন লাল চন্দ। সমাজ কল্যাণ এর বিশেষ সন্মান পেয়েছেন সাহেব ব্যানার্জী ও মাস্টার সেন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত রায়, রিয়া দাস, রাজু মান্না, শ্যামল তালুকদার, গোপীনাথ ধর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights