প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হলো “সিনেমার সমাবর্তন”


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি মহা ধুমধাম করে প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন আওয়ার্ড। এবার দু বছরের পুরস্কার দেওয়া হলো একসাথে। WBFJA আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এবারের ট্যাগ লাইন ছিল
” সিনেমার মজা সিনেমা হলে”। অনুষ্ঠানের শুরুতে লাইভ টাইম অচিভমেন্ট পেলেন ২০২০ সালের জন্য অভিনেতা ভিক্টর ব্যানার্জী ও ২০২১ সালে দীপঙ্কর দে। যদিও কোভিড এর কারণে ভিক্টর আসতে পারেননি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে ছবির চিত্রনাট্য নির্মল ধর ও সজল দত্ত সংগ্রহ করে ও সম্পাদনা করা বই আকারে প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেন গৌতম ঘোষ ও অভিনেতা দীপঙ্কর দে। ২০২০ ও ২০২১ এর সেরা বাংলা ছবি নির্বাচিত হয় দ্বিতীয় পুরুষ, বরুণ বাবুর বন্ধু, বিনিসুত ও টনিক। ২০২০ সেরা গায়ক ড্রাকুলা স্যার এর জন্য ইসানি মিত্র ও ২০২১ প্রেমটেম এর জন্য অনিন্দ্য চ্যাটার্জী ও গোলন্দাজ ছবির জন্য শোভন গাঙ্গুলী পুরস্কার পেলেন। সেরা গায়িকা ২০২০ সুরঙ্গমা ও ২০২১ শ্রেয়া ঘোষাল পুরস্কার পায়। যদিও শ্রেয়া ঘোষাল আসতে পারেননি। ২০২০ সেরা সংগীত পরিচালক দ্বিতীয় পুরুষ এর জন্য অনুপম রায় ২০২১ সংগীত পরিচালক টেংড়া ব্লুজ ছবির জন্য পেলেন নবারুণ বোস। ২০২০ সালে দ্বিতীয় পুরুষ সেরা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, ছবিয়াল এর জন্য শাশ্বত চট্টোপাধ্যায়। ২০২১ সালে সেরা অভিনেতা টনিক এর জন্য পরান বন্দ্যোপাধ্যায় ও বিনিসুতর জন্য ঋত্বিক চক্রবর্তী পুরস্কার পেলেন। সেরা নায়িকা ২০২০ চিনি ছবির জন্য পেলেন অপরাজিতা আঢ়‍্য ও ২০২১ এ বিনিসুত র জন্য পেলেন জয়া এহসান। সেরা পরিচালক ২০২০ বরুণ বাবুর বন্ধু র জন্য পেলেন অনিক দত্ত ও ২০২১ সালের সেরা পরিচালক বিনিসুত র জন্য পেলেন অতনু ঘোষ। এই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ,দেব থেকে পরিচালক গৌতম ঘোষ, বিরসা দাসগুপ্ত সহ বহু অভিনেতা অভিনেত্রী। সঞ্চালনায় ছিলেন সন্দীপত্তা ও বিশ্বনাথ বসু। সবমিলিয়ে রেড কার্পেট এর ওপর এই দিনের পুরস্কার বিতরণী সন্ধেটা আরো আকর্ষনীয় হয়ে উঠেছিল। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন গৌতম জৈন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights