একাডেমিতে মঞ্চস্থ হলো চন্ডীতলা প্রম্পটারের দুটি নাটক “তোতা কাহিনী এবং পুরাতন ভৃত‍্য”


ইন্দ্রজিৎ আইচঃ চন্ডীতলা প্রম্পটারের আয়োজনে আকাডেমি মঞ্চে দুটি পর্বে দুটি প্রযোজনা তোতা কাহিনী ও পুরাতন ভৃত্য মঞ্চস্থ হলো। দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ও কবিতা। নাট্যরূপ ,সম্পাদনা ও নির্দেশনায় প্রদীপ রায়। মূলত অন্তঃসারশূন্য বাহ্যিক আড়ম্বরপূর্ণ শিক্ষা ব্যবস্থার ভয়াবহ পরিণতি দেখানো হয়েছে এ গল্পে। ব্যাঙ্গাত্মক হাস্যরস দিয়ে তোতাকাহিনী নাটক টিকে প্রদীপ রায় মঞ্চস্থ করার প্রয়াস নিয়েছেন। সঙ্গে ভাবনা ও পরিকল্পনা রাকেশ ঘোষ, গানে অভিজিৎ আচার্য্য ও কৃষ্ণেন্দু ভট্টাচার্য্ ও কোরিওগ্রাফি প্রিয়াঙ্কা ঘোষ (রায়)। নাচে গানে অভিনয়ে জমজমাট। ছোট থেকে বড় প্রত্যেকেরই অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে যায়। রাজা সম্প্রীতা চক্রবর্তী, ভাগিনা-আদিত্য রায়, সেনাপতি-নীলাদ্রি রায়, পুরহিতগণ – দেবজ্যোতি রায়, সত্যম ঘোষ ও রিতম পান, লিপিকারগণ-অন্বেষা মুখার্জী, সৌরিমা তপাদার ও স্নেহা ঘোষ, স্যাকরা- অরূপ চৌধুরী, কমার-অনিমেষ পাঁজা, কমার গিন্নী- সপ্তবর্ণা আলু, তোতা-পিয়াসা ঘোষ, কতোয়াল ; অর্ণব মুখোপাধ্যায়। আলো-তন্ময় চক্রবর্তী ও মঞ্চ- চঞ্চল আচার্য্য একশ শতাংশ সফল।দ্বিতীয় পর্বে মঞ্চস্ত হয় পুরাতন ভৃত্য। প্রভু ও ভৃত্যের মধ্য চিরকালীন একটি সম্পর্ক যা মমতা ও ভালোবাসার নিবিড় বন্ধনে আবৃত তা এই নাটকে পরিলক্ষিত হয়।ভৃত্য কেষ্ট দেখতে কুৎসিৎ, ভুলো মন, বেখেয়ালি , গিন্নীমার কাছে লাঞ্ছিত হলেও সদাহস্যাময় থেকে বাবুকে কঠিন বসন্ত রোগের হাত থেকে জীবনের বিনিময়ে সেবায় সরিয়ে তুলে। নির্দেশক ও কেষ্ট র চরিত্রে প্রদীপ রায় অনবদ্য। প্রভু অরূপ চৌধুরী ও কর্তৃ তমসা ঘোষ সাথে নিবারণ সৌমিত্র ঘোষ এই নাটকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। দু একটি চরিত্র নাটকের স্বার্থে আনা হলেও তা যথাযথ।অনুকূল কৌশিক মাল ও পুন্ডরী সুরজিৎ কোলে জমিয়ে রাখে। কুসুম চরিত্রে সপ্তবর্ণা আলু মঞ্চে ষোলআনা মুন্সিয়ানা দেখিয়েছে। কেষ্ট ও কুসুমের দৃশ্য টি এতোটাই মর্মস্পর্শী যে দর্শকের চোখ ভিজে যায়। ডাক্তারের চরিত্রে অনিমেষ পাঁজা সাবলীল। অয়ন রায়ের আবহ, তন্ময় চক্রবর্তীর আলো, চঞ্চল আচার্য্যর আলো সমীর ঘোষের মেকআপ প্রশংসার দাবি রাখে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights