বলরামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জয়ী তৃণমূল

3b0280b8-9841-4c2a-b783-0f85a044dac5

বলরাম হালদার,পুরুলিয়া:- বলরামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জয়ী তৃণমূল।বৃহস্পতিবার এই অনাস্থা প্রস্তাবে বলরামপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। জানা গেছে ১৭ টি আসনের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্বেই গরিষ্ঠ সংখ্যক সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় গ্রাম পঞ্চায়েত দখল নেয় তৃণমূল কংগ্রেস। তবে উপপ্রধান দীপক বর্মা বিজেপিতে থেকে যাওয়ায় বিরোধী দলের ৯জন সদস্য উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে। এবিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল জানান বলরামপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭ টি, যা আজকের এই বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থাতে তৃণমূল কংগ্রেসের মোট ৯ জন সদস্য উপস্থিত ছিলেন,তবে যেহেতু সেখানে বিরোধীদলের কোনো সদস্য উপস্থিত না থাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়। এছাড়া নির্বাহী সহায়ক দেবাশীষ কুইরি বলেন উপপ্রধান গঠন নিয়ে কোনো নাম ঘোষণা করা হয়নি, ওটা প্রিসাইডিং অফিসার বলরামপুর বি ডি ও র সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights