অন্তঃসত্ত্বা গৃহবধূ বৈশাখী কর্মকারের মৃত্যুতে শুরু উচ্চ পর্যায়ের তদন্ত

dfcd524d-28e3-488f-96f0-cd24f7fa45d7

বলরাম হালদার, পুরুলিয়া:- বছর বাইসের অন্তঃসত্ত্বা গৃহবধূ বৈশাখী কর্মকারের মৃত্যুতে শুরু উচ্চ পর্যায়ের তদন্ত। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার নেকড়ে গ্রামে। জানা গেছে কয়েক মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ গতকাল রাতে নিজের বাড়িতে অসুস্থতা বোধ করেন সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন চিকিৎসার জন্য বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে গৃহবধূর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল মারফত বলরামপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। তবে বিবাহের মাত্র তিন বছরের মধ্যে গৃহবধূর মৃত্যুর কারণে শুরু হয় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। শনিবার দুপুরে বাঁশগড় হাসপাতালে মৃতার পরিবারের সদস্য, পুলিশ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যন্ত তদন্ত করেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ। তারপর শনিবার বিকেল তিনটে নাগাদ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার হাতুয়াড়া গভর্নমেন্ট মেডিকেল ও কলেজ হাসপাতালের মর্গে পাঠান বলরামপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন বলরামপুর থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights