কালীপূজা উপলক্ষে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে প্রস্তুতি বৈঠক


গতকাল (২৩/১০/২০২৪) রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে কালীপূজার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দ (এসডিপিও, আইসি/ওসি প্রমুখ), মহকুমার চারটি বিডিও অফিসের প্রতিনিধিগণ সঙ্গে দমকল বিভাগ, WBSETCL, ভূমি দপ্তর (BLLRO), পৌরসভা এবং বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পূজা কমিটিগুলির জন্য সহজে অনলাইনে অনুমতি নেওয়ার ওয়েব পোর্টালের কার্যকারিতা প্রদর্শন করা হয়।নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল, যার মাধ্যমে পূজা কমিটি গুলি খুব সহজে পুজোর অনুমোদনের জন্য আবেদন করতে পারবে, সেটি হল- www.nadiapujapermission.in

Thank you for reading this post, don't forget to subscribe!

অনলাইন এই পোর্টালের ব্যবস্থা পূজা কমিটিগুলির জন্য অনুমতি পাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে সহায়তা করবে। দুর্গাপূজায় সফলভাবে ব্যবহৃত এই পোর্টালটি এবার কালীপূজার অনুমতি প্রদানের জন্যও পুনরায় ব্যবহার করা হচ্ছে। পোর্টালে OTP-ভিত্তিক লগ-ইন সুবিধা রয়েছে এবং অনুমতির জন্য আবেদন প্রক্রিয়া খুব সহজ। আবেদনের জন্য, প্রথমে পুজো কমিটিকে পোর্টালে রেজিস্টার করতে হবে। নিজের ক্রিডেনশিয়াল ব্যবহার করে লগ-ইন করে তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। শেষে আবেদনপত্র জমা দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
WBSETCL, পুলিশ, পৌরসভা, দমকল, ভূমি দপ্তর এবং এসডিও/বিডিও সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিরা এই পোর্টালে যুক্ত রয়েছেন, যা একটি সুষ্ঠু সমন্বয় ও দ্রুত অনুমতি প্রদানের নিশ্চয়তা দিচ্ছে।

মাননীয় মহকুমা শাসক সকলকে দুর্গাপূজা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং কালীপূজাতেও একইভাবে নিরাপদ, নির্বিঘ্ন ও পরিবেশের কথা মাথায় রেখে উদযাপনের উপর জোর দেন।
প্রতিমা বিসর্জনের কারণে নদী দূষণের বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নদী দূষণ রোধ করতে ও পরিবেশ রক্ষার স্বার্থে পূজা কমিটিগুলিকে চূর্ণী ও ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন না দেওয়ার অনুরোধ জানানো হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। বৈঠকটি শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব পূজা উদযাপনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়।

About The Author


Verified by MonsterInsights