বিশ্বজিৎনাথঃ কলকাতা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সিঁথি থানার রামলীলা বাগান সংলগ্ন বস্তিতে সোমবার সকালে আচমকা ভয়াবহ আগুন লাগে । আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়েকটি বাড়ি । বস্তির লোকেরা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় । পরে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভায়। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার আধ ঘন্টা বাদে দমকল ঘটনাস্থলে আসে। তাদের দাবি, বস্তির লোকজন ঘরে মজুত থাকা জল এবং পাত কুয়োর জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বস্তির লোকজনের তৎপরতায় পুরো বস্তি পোড়ে নি। আগুনে কয়েকটি কুকুর ছানা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কি থেকে বস্তিতে আগুন লাগলো, তা জানা যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!