পূর্ব বর্ধমান শ্রীরামপুর বাংলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের কৃষি ও শিল্প মেলা ২০২২

IMG-20220213-WA0034

গত ১২ ই ফেব্রুয়ারী ২০২২ শনিবার, পূর্ব বর্ধমান জেলার একদম প্রান্তে শ্রীরামপুর গ্রাম সেখানে বিরাট আয়োজনে উদ্বোধন হ’ল ২২ তম কৃষি ও শিল্প মেলা ২০২২। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় ২০০ র বেশি স্টল ও ডি আই সি, তথ্য সংস্কৃতি বিভাগ সহ বিভিন্ন বিভাগ নিয়ে এই মেলা। হাতের কাজের সঙ্গে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনা পয়সায় এক্স-রে ও অন্যান্য সুযোগ সুবিধা। এই দিন সরকারী বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ মন্ত্রী আহ্বান করেছিলেন অভিনেত্রী শতাব্দী রায়কে ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীখোল বাদক হরেকৃষ্ণ হালদার ও তার বৃন্দবাদক হিসাবে নিজের দুই মেয়ে ও স্ত্রী। এছাড়াও সেদিন দু কলি গান গাইলেন শতাব্দী রায়। আমরা শিল্পনীড় এখানে আমাদের প্রকাশিত কাগজ প্রদর্শনের জন্য একটি স্টল পেয়েছি মন্ত্রী মহাশয়ের তরফ থেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights