আগামী ১৪ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে এস ভি এফ-এর ছবি ” দ্য একেন “


ইন্দ্রজিৎ আইচঃ এই প্রথম বড় পর্দায় মুক্তি পাবে এস ভি এফ প্রযোজিত ছবি জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি “দ্য একেন”।এতদিন একেন বাবু আমরা দেখেছি হৈ চৈ এর ওটিটি প্লাটফর্মে। অসম্ভব জনপ্রিয় হয়েছিল প্রতিটা সিরিজ বা পর্ব। এবার বড় পর্দায় আসছে রহস্য ও রোমাঞ্চকর ছবি ” দ্য একেন “। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত। আজ 6 বালিগঞ্জ প্লেসে এক সাংবাদিক সম্মেলনে চিত্র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন একেন বাবুর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অনির্বান চক্রবর্তী। (বিপাশা মিত্র) চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। (বাপ্পাদিত্য) চরিত্রে সূহত্ৰ মুখোপাধ্যায় ও (প্রমথো) করেছেন আর যে সোমক ঘোষ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল।কাহিনী সুজন দাসগুপ্ত। গান গেয়েছেন ক্যাকটাসের সিধু। আজ সব কলাকুশলীর উপস্থিতিতে দ্য একেন এর ট্রেলার লঞ্চ হয়ে গেলো। আগামী ১৪ ই এপ্রিল ২০২২ বৃহস্পতিবার কলকাতার প্রায় সব সিনেমা হলে মুক্তি পাবে রহস্য রোমাঞ্চকর ছবি “দ্য একেন”।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights