শুরু হলো টাইমস অফ থিয়েটারের পথ চলা


ইন্দ্রজিৎ আইচ: থিয়েটারের জন্য সুখবর। বঙ্গ থিয়েটারকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য ও আরো বেশি করে প্রচারের জন্য পথ চলা শুরু হলো টাইমস অফ থিয়েটারের। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই টাইমস অফ থিয়েটারের উদ্বোধন করলেন বিখ্যাত সিনেমা ও থিয়েটারের সমালোচক ও প্রাবন্ধিক শমিক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও পরিচালক বিপ্লব দাসগুপ্ত, নাট্যকার, অভিনেতা ও নির্দেশক সৌমিত্র বসু, সংগীত পরিচালক মুরারী রায়চৌধুরী, ও টাইম অফ থিয়েটার এর প্রধান শুভময় বসু। সকলেই এই উদ্যোগ কে সাধুবাদ জানান থিয়েটারকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য। সাংবাদিক সম্মেলনে শুভময় বসু জানালেন টাইমস অফ থিয়েটার আমরা নাটক ব্রডকাস্ট করবো প্ৰতি শুক্রবার রাত ৮ টায়। আমাদের ওয়েবসাইটের ডিরেক্টারি থেকে নাটকের বিভিন্ন প্রয়োজনীয় খবর পাওয়া যাবে। আমরা নাটকের টিকিট বিক্রি করবো। আমাদের সাইটে গেলে নাটক বিষয়ক ব্লগ পাবেন। আমরা থিয়েটার এর ওয়ার্কশপ করাবো। আমরা গত বছর থেকে কানে কানে নাম দিয়ে একটা নাটকের অডিও পুজো বার্ষিকী বার করছি। আমাদের এই টাইমস অফ থিয়েটার শুধুমাত্র নাটকের জন্য তৈরি একটি বিকল্প প্লাটফর্ম। পুরো ফ্রি ডাউন লোড করে এখন থেকে সব থিয়েটারের খবর এখান থেকে পাবেন। থিয়েটার নিয়ে নানা পুরোনো স্মৃতি কথা ও নাটকেই নানা বর্ণময় দিকগুলো তুলে ধরবেন শমিক বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অংশুমান ভৌমিক, প্রদীপ মিত্র, সৌমিত্র বসু, সঞ্চয়ীতা ভট্টাচার্য, মুরারী রায়চৌধুরী, বনানী মুখোপাধ্যায়, বিপ্লব দাসগুপ্ত সহ আরো অনেকে। বাড়িতে বসেই হাতের মুঠোয় গুগুল প্ল্যে স্টোর থেকে ডাউনলোড করে বিভিন্ন নাটক, নাট্য আলোচনা, নাটকের গল্প, নাটকের গান, নাটকের কুইজ, ছোটদের নাটক-এ সব জানতে পারবেন। সব মিলিয়ে আসা করা যায় থিয়েটারের ক্ষেত্রে এটা বিরাট পদক্ষেপ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights