মৃন্ময় রায়, মেখলিগঞ্জ:অবৈধ আফিম চাষ নষ্ট করলো পুলিশ। মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ১৮৫ জলশুয়া এলাকায় এক বিঘা আফিম খেত নষ্ট করলো মেখলিগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে সরিষা খেত ভেবেছিলেন। কিন্তু খেতে অন্য ধরনের ফুল দেখে সন্দেহ হয় তাদের। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে আফিম খেত নষ্ট করে দেয়।
