বলরাম হালদার, পুরুলিয়া:- অবশেষে জঙ্গল মহল উৎসবের শেষ দিনে বলরামপুর কলেজ মাঠে উপস্থিত পুরুলিয়া জেলা পরিষদ এর সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। আর তার বক্তব্য ঘিরে বিতর্ক বাড়লো বৈ কমলো না। বুধবার ছিল অষ্টম বর্ষ জঙ্গলমহল উৎসবের শেষ দিন। যদিও গত সোমবার এই উৎসবের সূচনা পর্বে জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত না থাকায় বিতর্ক তৈরি হয়েছিল জেলা জুড়ে। আর আজকে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি জঙ্গলমহল উৎসবকে নিয়ে বিতর্ক বাড়ালো বৈ কমালো না। তিনি ক্ষোভের সুরে জানান, পুরুলিয়া জেলা পরিষদকে অবজ্ঞা করেছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ । এখানে আমি এসেছি জঙ্গলমহল ও জঙ্গলমহলের সংস্কৃতির টানে। তবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেও, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু তা অস্বীকার করে জানান, সবাইকে জানানো হয়েছে, তিনি সভাধিপতিকে নিজে জানিয়েছেন। তাহলে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণ কি? কেনই বা তিনি ক্ষোভ প্রকাশ করছেন? তা নিয়েই এখন পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক।
Thank you for reading this post, don't forget to subscribe!