যুব সমাজকে মাঠ মুখী করতে ক্রিকেট প্রতিযোগিতা ভাটপাড়ায়


বিশ্বজিৎ নাথঃ বর্তমান দুনিয়ায় যুব সমাজ মোবাইলে বুদ হয়ে গিয়েছে। খেলাধুলা প্রায় উঠতে বসেছে শহরাঞ্চলে। যুব সমাজকে মাঠমুখী করতে এবার ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া হাই স্কুলের মাঠে আয়োজিত হল নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। সুন্দিয়া ইয়ং স্টারের পরিচালনায় স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাস উইনার্স কাপ এবং স্বর্গীয় তারাপদ ঘোরুই রানার্স কাপ ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পুরসভার স্বাস্থ দপ্তরের সি আই সি মনোজ গুহ, কো-অর্ডিনেটর সোহন প্রসাদ চৌধুরী, অরুণ সাউ, ধর্মেন্দ্র সিং, অমিত সাউ প্রমুখ। আটটি দলের এই নক আউট ক্রিকেট প্রতিযোগিতার অন্যতম উদ্যক্তা তৃণমূল যুব নেতা রাজ বিশ্বাস। পুর প্রশাসক গোপাল রাউত বলেন, বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। সেখান থেকে সরিয়ে ভাটপাড়ার যুব সমাজকে মাঠমুখী করতে খেলাধূলার প্রসার ঘটাতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights