ওয়েব সিরিজের নাম করে জোর করে পর্ণোগ্রাফির শুটিং করানোর অভিযোগ

Opera Snapshot_2022-01-25_151846_web.whatsapp.com

বিশ্বজিৎ নাথঃ কলকাতায় ফের বলপূর্বক পর্ণোগ্রাফির  শুটিং করানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাসিম আক্তারের বাড়ি বেলঘড়িয়া থানার ২ নম্বর শিবতলা লেনে। জানা গেছে, কলকাতার শোভাবাজারের বাসিন্দা রাজদীপ হাজরাকে কয়েকদিন আগে নিউটাউনের একটি রুমে নিয়ে গিয়ে পর্ণোগ্রাফি করাতে বাধ্য করা হয়। শোভাবাজারের বাসিন্দা বিকি রায় তাকে নাসিম আক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। গুগুলের বিভিন্ন সাইটে সেই পর্ণোগ্রাফি ছাড়া হয়। একসপ্তাহ ধরে সেই পর্ণোগ্রাফির  শুটিং এলাকার লোকজন দেখতে পায়। এতেই লজ্জিত হয়ে রাজদীপ রবিবার আত্মহত্যার চেষ্টা করে। সোমবার সন্ধেতে নাসিম আক্তারের বিরুদ্ধে রাজদীপ হাজরা অভিযোগ দায়ের করে। তবে শুটিংয়ের জায়গা যেহেতু নিউটাউন থাকা এলাকায়। তাই রাজদীপ নিউটাউন থানায় এবার অভিযোগ জানাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights