রাত থেকে তরুণী ধর্ণায়


মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:তরুণীর বাড়ি মেখলিগঞ্জ ব্লকের 125 খরখড়িয়া এলাকায়। বৃহস্পতিবার রাত থেকে তরুণী ধর্ণায় বসেন। তরুণীর দাবি বিএসএফের কর্মরত রেজ্জাক প্রামাণিকের সাথে এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এছাড়াও তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন বলেও দাবি তরুণীর। তাই ৭০ মেখলিগঞ্জের বাসিন্দা রেজ্জাক প্রামাণিককে বিয়ে করার জন্যই তিনি তার বাড়িতে এসেছেন। কিন্তু রেজ্জাক প্রামাণিকের বাড়ির মানুষ জন তাকে বাড়িতে ঢুকতে দেয়নি ও শুক্রবার সকালে তার সাথে দুর্ব্যবহার করেন। এই বিষয়ে এখনো পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে বৃহস্পতিবার রাতেই কুচলিবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।এই বিষয়ে তিনি বিএসএফ এর রানিনগর অফিসেও অভিযোগ করবেন বলে তিনি জানান। অন্য দিকে সংবাদ মাধ্যম এই ঘটনার বিষয়ে রেজ্জাক প্রামাণিকের বাড়ির মানুষজনদের সাথে কথা বলতে গেলে তারা সংবাদ মাধ্যমকে বাড়িতে ঢুকতে তো দেনই না উপরন্তু তাদের সাথেও খারাপ ব্যবহার করেন‌।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights