আগামী ১৩ ই মে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ” এক্স ইসগালটু প্রেম”

99b80f95-0663-47d5-98df-2f3b4b20bf19

ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি সাউথ সিটির চার তলায় লড অফ দা ড্রিংকে মুক্তি পেল সৃজিত মুখার্জী পরিচালিত “এক্স ইসগালটু প্রেম” এর গান। এখানে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির চিত্র পরিচালক সৃজিত মুখার্জী জানালেন এই ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সাহানা বাজপেয়ি, সমন্তক সিনহা। গান গুলি লিখেছেন ধ্রুবজতি চক্রবর্তী, বারিষ ও আমি নিজে। উমার পর বহুদিন বাদে একটা মিউজিক্যাল সিনেমা মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ সেনগুপ্ত, শ্রুতি দাস আরো অনেকে। পুরোপুরি এটা প্রেমের ছবি।ছবিটি প্রযোজনা করেছে “এস ভি এফ “।আগামী ১৩ ই মে মুক্তি পাবে “এক্স ইসগালটু প্রেম”। উপস্থিত ছিলেন এই ছবির সকল কলাকুশলী। সকলেই আশাবাদী যে এই প্রেমের ছবিটি সকল দর্শকদের মন ভরাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights