চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মত করে আন্দোলনে


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/wLmjKryderU” align=”center”][vc_column_text]সুমিত ঘোষ মালদা: একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য। সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মত করে আন্দোলনে নেমেছেন। ঠিক সেই সময় মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ। তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানে লেখা থাকছে আরজিকর ঘটনার প্রতিবাদ। সেখানেও লেখা থাকছে বিচারের দাবি। লেখা থাকছে আরজিকর বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই। উই ওয়ান্ট জাস্টিস। তাদের দাবি এই ভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারিদিকে। ওই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র। যিনি শহরের মকদুমপুর রোডে রোগী দেখেন। আরেক চিকিৎসক রামপ্রকাশ সাহা।যিনি সিঙ্গাতলা রোডে রোগী দেখেন।[/vc_column_text][/vc_column][/vc_row]

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights