এই প্রথম সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রপাচার

Screenshot_14-3-2025_125620_web.whatsapp.com

সুমিত ঘোষ মালদা: এই প্রথম সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রপাচার করে সাফল্য মিললো। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের করিয়ালী গ্রামের চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন। সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ওই শিশুকে। তড়িঘড়ি রেফার করা হয় কলকাতায়। কিন্তু সেখানে না নিয়ে গিয়ে ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে অস্ত্রোপাচারের জন্য ভর্তি করানো হয় ওই শিশুকে। তারপরে মিলে সাফল্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর বাবার নাম সোলেমান আলি। তাঁর বাড়িতেই মুদিখানার দোকান রয়েছে । ওই শিশুর মায়ের নাম রহিমা খাতুন, গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় চার বছরের মেয়ে সুমাইয়া খেলা করছিল। সেই সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ওই শিশুকে ধাক্কা মারে। তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি তড়িঘড়ি থাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে শহরের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights