২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ শুরু হতে চলেছে আগামী ২৩ থেকে ২৭ এ ফেব্রুয়ারি মোট ৫ দিন ধরে রবীন্দ্রসদন, নন্দন, বাংলা একাডেমি প্রাঙ্গণ এ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা ২০২২। বাংলা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে বাংলা একাডেমির প্রধান ও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত্য বসু জানালেন আগামী ২৩ এ ফেব্রুয়ারি এই লিটিল ম্যাগাজিন মেলার উদ্বোধন করবেন কবি মৃদুল দাসগুপ্ত ও সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। এ বছর ৩৪০ টি ছোট পত্র পত্রিকা অংশ নেবে। ৩৩২ জন কবি কবিতা পাঠ করবে। ৭৮ জন গদ্যকার গল্পের জন্মকথা নিয়ে আলোচনা করবে। মেলায় ১০ টি আলোচনা সভা হবে। ৪৬৫ জন কবি সাহিত্যিক লেখক অংশ নেবেন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ এর কবিতার লাইন “আমার জন্মের কোনো শেষ নেই” এটাই উৎসবের ট্যাগ লাইন। থাকছে গগণেন্দ্র প্রদর্শনী শালায় শেষ দু বছরে প্রয়াত কবি সাহিত্যিকদের নিয়ে বিশেষ প্রদর্শনী। কারণ ২০২০ ও ২০২১ এই দু বছর কোভিড এর জন্য এই উৎসব হয়নি। তাই এই বছর আরো বড় আকারে এই উৎসব অনুষ্ঠিত হবে। থাকছে আরো চমক ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল বাসার, সুবোধ সরকার, শ্রীজাত, প্রচেদ গুপ্ত, ত্রিদিপ চট্টোপাধ্যায়, সুধাংশ শেখর দে, অভিক মজুমদার, প্রসূন ভৌমিক, বাসুদেব ঘোষ, শুভময় মন্ডল সহ এই উৎসব ও বাংলা একাডেমি কমিটির বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights