গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু এক শিশুর

ed9ed6cb-508f-42b0-a7c7-2907d27f7567

দিনাজপুরঃ সকালে বাড়িতে রুটি করে তৈরি করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু এক শিশুর, বিস্ফোরণে ভেঙে গেল বাড়ির বাড়ির প্রাচীর। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম নিচুপাড়া এলাকায়। পরিবারসহ গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায় শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ যদুপুর নয়াগ্রামের নিচু পাড়া এলাকায় তাসাদুল শেখ এর বাড়িতে তার মেয়ে মুনজেরিনা বিবি সকালের খাবার রুটি তৈরি করেছিল। সেসময় রান্নাঘর থেকে বেরিয়ে সে নিজেদের শোবার ঘরে যায়। মুহুর্তের মধ্যে কেঁপে ওঠে বাড়ি। প্রচন্ড ভাবে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। সকলে মিলে ছুটে এসে দেখতে পায় রান্না ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাবরেজ আক্তার নামে সাড়ে তিন বছরের শিশুটি। তাবরেজ আক্তার হয় সাসাদুল শেখ এর নাতি তথা তার ছেলে হাবিবুর রহমানের ছেলে। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে শিশুটিকে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করলে আবার নিয়ে চলে যাওয়া হয় গ্রামের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াচক থানার আইসির উদাই শংকর ঘোষ নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এবং মালদা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। শিশুটিকে উদ্ধার করে পুলিশ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পড়ে মালদা থেকে একটি দমকলের ইঞ্জিন সময় ছুটে আসে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights