পথ চলা শুরু করলো যাদবপুরে “মেডি হেল্থ পয়েন্ট ক্লিনিক”


রাজকুমার দাসকঃ করোনা পরিস্থিতিতে অনেকে সাবধানতা মেনে চললেও রোগ থেকে মুক্তি অনেকেরই নেই।বর্তমান যুগে মানুষের কাছে রোগ সরানোর পয়সা টুকুও থাকে না। তাই সকলকে কম খরচে সুস্থ করে তুলতে শুক্রবার যাদবপুরে লঞ্চ হয়ে গেল “মেডি হেলথ পয়েন্ট ক্লিনিক”। এখানে পাওয়া যাবে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা। এখানে ফিজিওথেরাপি থেকে শুরু করে সবরকম ডাক্তারি পরিষেবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কলকাতার নাম করা চিকিৎসকরা।যারা রোগীকে সঠিক পরিষেবা দিতে সাহায্য করবে। এই কেন্দ্রে সব থেকে বড় আকর্ষণ হল যারা পরিষেবার সময় টাকা দিতে পারবেনা বা আর্থিক ভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়। যেদিন পরীক্ষা করা হবে, সেদিনই রিপোর্ট দেবে এই সংস্থা।যাতে প্রতিটি ব্যক্তি সঠিক সময় চিকিৎসা ব্যবস্থা পান। এর ফলে উপকৃত হবেন সকলে। এদিনের আনুষ্ঠানিক শুভ সূচনা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার,ছিলেন সংস্থার ডিরেক্টর অমিত ব্যানার্জী,সেলস মার্কেটিং এইচ ও ডি-অভিজিৎ বসু সহ প্রমুখ অতিথিরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights