সুমাল্য মৈত্রঃ নয় ও দশই এপ্রিল শনি ও রবিবার এই দুই দিন ধরে অনুষ্ঠিত হবে লিটিল ম্যাগাজিন সম্পাদক সমিতি আয়োজিত লিটিল ম্যাগাজিন শারদ প্রদর্শনী ও উৎসবের ।যার শুভ সুচনা হয় নয়ই এপ্রিল শনিবার দুপুরে । ভারতবর্ষীয় ব্রম্ভ মন্দির ও নববিধান ব্রাম্ভ সমাজের হলে এই বার দুদিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । পাশাপাশি অনুষ্ঠানে প্রদর্শিত হচ্ছে বেশ কয়েকটা উল্লেখযোগ্য শারদীয়া লিটিল ম্যাগাজিনও। গানে কবিতায় ও আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানের তাৎপর্যতা তুলে ধরেন একের পর অতিথি । লিটিল ম্যাগাজিন সম্পাদক সমিতির নির্বাচনে এদিন পুরস্কৃত করা হয় প্রোরেনাটা/ চুনু মুনু এবং একুশের ডাক পত্রিকার তিন সম্পাদকদের।এই লিটিল ম্যাগাজিন শারদ প্রদর্শনী ও উৎসবের সুচনা হয়েছিলো প্রয়াত সাহিত্যিক নবকুমার শীল এর হাত ধরে ।তার প্রয়ানের পর তার জায়গায় দায়িত্ব পালন করেছিলেন অতিথি পত্রিকার সম্পাদক অসিত কৃষ্ণ দে এই কয়েক বছর আগে তার প্রয়ান ঘটে। বর্তমানে এই সংস্হার সাথে জড়িয়ে আছেন অনেকেই ।কারণ মৃত্যু সাময়িক থমকে দিতে পারে থামাতে পারে না সংস্কৃতির বিজয় রথ।
Thank you for reading this post, don't forget to subscribe!