করিমপুর আই টি আই কলেজে আগামীর সাংস্কৃতিক অনুষ্ঠান


করিমপুরঃ নদীয়া জেলার করিমপুর আই টি আই কলেজে আলোচিত হলো আগামীর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআই কলেজের প্রিন্সিপল চৈতালি মহাশয়া সহ অন্যান্য প্রফেসরগণ। আগামী দিনগুলিতে কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় এবং সংস্কৃতির প্রসার ঘটানো যায়, এই বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়। লোকালয়ের বিশেষ গণ্য মান্য ব্যক্তিদের আমন্ত্রণ করা হয় আজকের এই অনুষ্ঠানে। আমন্ত্রিত বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক এবং শিক্ষক শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় মহাশয়। তৎসহ উপস্থিত ছিলেন ধ্রুপদ শিল্পী বেনু ভট্টাচার্য সহ সংগীত ,নৃত্য এবং বাদ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।Karimpur: A cultural programme was held at Karimpur ITI College in Nadia district. Principal of ITI College Chaitali Mahasaya and other professors were present on the occasion. Today’s meeting discussed how to organize cultural events and promote culture in the coming days. Special dignitaries of the locality were invited to today’s event. Among the invited dignitaries was noted theatre director and teacher Shri Kalyan Chattopadhyay Sir. Dhrupad artist Benu Bhattacharya and teachers of various institutions of music, dance and musical departments were also present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights