ফাঁকা বাড়ি পেয়ে জগদ্দলের কলাবাগানে জুটমিল শ্রমিকের বাড়িতে লুঠপাট দুষ্কৃতীদের


বিশ্বজিৎ নাথঃ ফাঁকা বাড়ি পেয়ে জগদ্দলের কলাবাগান জুটমিল লাইনে এক শ্রমিকের বাড়িতে অবাধে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিকেলে জুটমিল শ্রমিক বাড়ির সন্নিকটে জগদ্দলের জে জে আই জুটমিলে কাজে গিয়েছিলেন। জুটমিল এক পুত্র কাছেই বাবুকোয়ার্টার এলান্স জুটমিল লাইনে আরেকটা বাড়িতে নৈশ ভোজে গিয়েছিল। রাতের খাওয়া সেরে বাড়িতে ফিরে এসে জুটমিল শ্রমিকের পুত্র দেখেন দরজার তালা ভাঙা। ঘরে জিনিসপত্র লন্ডভন্ড। জুটমিল শ্রমিকের আরেক পুত্র আমজাদ আলি জানান, তিনি পরিবার নিয়ে অন্যত্র থাকেন। বাবা মিলে কাজে ছিলেন। ভাই তাদের আরেকটা বাড়িতে নৈশভোজ সেরে রাতে বাড়ি ফিরে দেখে দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। আমজাদের দাবি, নগদ দশ হাজার টাকা-সহ সোনা-রুপার গহনা মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের সামগ্রী খোয়া গিয়েছে। শুক্রবার সকালে তিনি ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights