সমগ্র বরাবাজার ব্লক এলাকাতে “শবরের অধিকার” নামে ২৯ টি ক্যাম্প অনুষ্ঠিত হলো


দুঃখভঞ্জন পরামাণিক,পুরুলিয়াঃ বরাবাজার ব্লক এলাকার শবর সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন রকম সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে আজ সমগ্র বরাবাজার ব্লক এলাকাতে “শবরের অধিকার” নামে ২৯ টি ক্যাম্প অনুষ্ঠিত হলো। যা জেলাতে এই প্রথম। এর আগেও সহায়তা প্রদানের ক্যাম্প অনুষ্ঠিত হলেও “শবরের অধিকার” নামে কোন ক্যাম্প জেলার বুকে এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বলে জানান জেলাশাসক নিজেই যা বরাবাজার ব্লক প্রশাসনের এক অভিনব উদ্যোগ। এই ক্যাম্প গুলির মধ্যে সিন্দরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজলা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের “শবরের অধিকার” ক্যাম্পে উপস্থিত হন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনি আজকের এই ক্যাম্পের শুভ সূচনা করেন। আজকের এই ক্যাম্প গুলি থেকে শবর সম্প্রদায়ের মানুষেরা রেশন কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, জয় জহার পেনশন, জন্ম ও মৃত্যুর শংসাপত্র, জাতির শংসাপত্র ইত্যাদির জন্য আবেদনপত্র জমা দেন। শবর সম্প্রদায়ের মানুষদের আর্থ-সামাজিক উন্নতির লক্ষ্যে আজ সমগ্র বরাবাজার ব্লক এলাকাতে এই কাজগুলি অনুষ্ঠিত হয়। আজকের এই হিজলা ক্যাম্পে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার মহকুমা শাসক শুভজিত বসু, বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ রাইহান, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উত্তম মান্না, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল চন্দ্র মাহাতো, বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ। সর্বোপরি এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার প্রথম সাম্মানিক স্নাতক শবর কন্যা রমনিতা শবর এবং আরেক স্নাতক শবর কন্যা রত্নাবলী শবর। এই ক্যাম্প গুলিকে সাফল্যমন্ডিত করার জন্য বরাবাজার ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং পঞ্চায়েত গুলিতে কর্মরত গ্রামীন সম্পদ কর্মী এবং স্থানীয় সিভিক পুলিশেরা বিশেষভাবে সহায়তা প্রদান করেন।এই ক্যাম্পগুলিকে সাফল্যমন্ডিত করার জন্য বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ রেইহান সকলকেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights