জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে।


মুহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় সূর্যোদয় মূক ও বধির হোমে যথাযথ মর্যাদার সাথে পালিত হল ‘ কবিপ্রণাম’ শীর্ষক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকগণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের কলা-কুশলীদের পাশাপাশি সূর্যোদয় হোম ও দেবীনগর হোমের আবাসিকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন এদিন। অনুষ্ঠান শেষ হয় মূক ও বধির আবাসিকদের দ্বারা পরিবেশিত কাব্যনৃত্য ‘বীরপুরুষ’ -এর মধ্য দিয়ে। সফলতা এবং সৌন্দর্যের সাথে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে, কবিপ্রনামের মধ্য দিয়ে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights