উদোক পারফর্মিং আর্টস্ পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রণের নৃত্যে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন / Udok Performing Arts Presents: A Golden Tribute to Guru Padmashri Geeta Chandran’s 50 Years in Dance


কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৪: উদোক পারফরমিং আর্টস, কলকাতা-ভিত্তিক ভারতনাট্যম নৃত্য শিল্পী মৌমিতা চ্যাটার্জি এবং রাজীব সাহা (পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রণের শিষ্যা) দ্বারা পরিচালিত একটি শাস্ত্রীয় নৃত্য প্রতিষ্ঠান, পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রণের যাত্রায় ২০২৪ সালের সুবর্ণ জয়ন্তী বছর উদযাপন করছে। ২রা সেপ্টেম্বর কলকাতার জ্ঞানমঞ্চ অডিটোরিয়ামে উদোক পারফর্মিং আর্টস আয়োজিত প্রারম্ভা নৃত্য উৎসবের মাধ্যমে উৎসব উদযাপন করা হয়। উদোক পারফর্মিং আর্টস গত ১৪ বছর ধরে ভারতে এবং বিদেশে শাস্ত্রীয় নৃত্য উৎসবের সফলভাবে আয়োজন করে আসছে, যেমন সিনিয়রদের জন্য মারগাম মহোৎসব এবং পরবর্তী প্রজন্মের জন্য প্রারম্ভা মহোৎসব। এই উদযাপন শিল্পী এবং নৃত্যপ্রেমীদের একত্রিত করে পদ্মশ্রী গীতা চন্দ্রণের ভরতনাট্যমে অসাধারণ অবদানের জন্য সম্মানিত করার উদ্দেশ্যে। আজ, প্রারম্ভা নৃত্য উৎসবে তার অসাধারণ অবদানকে সম্মান জানানো হয়, যা উপস্থাপন করেছিলেন দিল্লির ভারতনাট্যম নৃত্যশিল্পী মাধুরা ভুশুণ্ডি (গুরু গীতা চন্দ্রনের শিষ্য), কলকাতার ভরতনাট্যম নৃত্যশিল্পী সৌমিতা সেন (রাজীব সাহা ও মৌমিতা চট্টোপাধ্যায়ের শিষ্য), চেন্নাই-ভিত্তিক কুচিপুড়ি নৃত্য শিল্পী ভেমপতি লক্ষ্মী কামেশ্বরী (পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রণের শিষ্যা) এবং কলকাতার কত্থক নৃত্যশিল্পী নীলোপা মৈত্র (গুরু পারমিতা মৈত্রের শিষ্য) তার অভিব্যক্তি পূর্ণ এবং চিত্তাকর্ষক অভিনয়ের মাধ্যমে শাস্ত্রীয় নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করেছেন। রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জি, উদোক পারফর্মিং আর্টস, কলকাতা এবং সিডনির পরিচালক, শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের মাধ্যমে নৃত্য, উৎসর্গের চেতনা এবং নৃত্যের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরেছেন।

Kolkata, 2 September 2024: Udok Performing Arts, a classical dance institution since 2003, led by Bharatanatyam dancers from Kolkata Moumita Chatterjee and Rajib Saha, (Disciple of Guru Padmashri Geeta Chandran) proudly celebrates the Golden Jubilee year 2024 of Guru Padmashri Geeta Chandran journey in Bharatanatyam with Prarambha Dance festival organised by Udok Performing Arts on 2nd September at Gyan Manch Auditorium, Kolkata. Udok Performing Arts has been successfully organising a classical dance festival for the last 14 years in India as well as in countries abroad, like Margam for Seniors Festival and Prarambha for Next Gen Festival. The celebration brings together artists and dance enthusiasts to honour Padmashri Geeta Chandran’s remarkable contribution to the world of Bharatanatyam. Today, Prarambha Dance festival honoured her remarkable contributions to classical dance which was performed by Madhura Bhrushundi, Bharatanatyam dancer from Delhi (Disciple of Guru Geeta Chandran), Soumita Sen, Bharatanatyam dancer from Kolkata (Disciple of Rajib Saha & Moumita Chatterjee), Vempati Lakshmi Kameswari, Kuchipudi dancer from Chennai (Disciple of Guru Sremoyee Vempati) and Nilopa Maitra, Kathak dancer from Kolkata (Disciple of Guru Paramita Maitra) reflected the rich heritage of classical dance through their expressive and powerful performances. Rajib Saha and Moumita Chatterjee, the Directors of Udok Performing Arts, Kolkata and Sydney, highlighted the significance of honouring dance, the spirit of dedication and passion through the classical Indian dance form.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights