৫৩ তম বছরের নবদ্বীপ অমর ভারতী ক্লাবের এবারের ভাবনা পল্লীর পথে পল্লীর জননী।


গোপাল বিশ্বাস-নদীয়া-পুজোর আমেজে ইতিমধ্যে মেতে উঠতে শুরু করেছে সকলেই, আর কোলকাতার শহরতলি ছাড়িয়ে জেলায় জেলায় সহ শহরেও চলছে একই রকম প্রস্তুতি জোর কদমে। কোথাও ইতিমধ্যে উদ্বোধন হয়েছে পুজো মন্ডপের কোথাও চলছে শেষ মূহুর্তের কাজ। আর নদীয়ার নবদ্বীপ শহরের যে কতোগুলো বড় বাজেটর ও প্রাচীন পুজো হয়, তার মধ্যে অন্যতম শহরের গানতলা এলাকার নবদ্বীপ অমর ভারতী ক্লাবের দূর্গা পুজো, এবছর যা ৫২ তম বছর পেরিয়ে ৫৩ তম বছরে পা দিলো। দূর্গা পুজো ছাড়াও বছরভর বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকে এই ক্লাব। আগত দিনে নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাবেকি আনা পুজোয় অন্যতম আকর্শনের কেন্দ্র বিন্দু থেকে এসেছে এই ক্লাবের পুজো, তবে এবছর সাবেকী আনা থেকে বেরিয়ে থিমের ভাবনায় পুজো মন্ডপকে সাজিয়ে তুলেছে পুজো উদ্যক্তারা, দেবী মূর্তীতেও থাকছে বড় চমক, এখানে অধিষ্ঠ দেবী দু হাত বিশিষ্ট গ্রাম্য গৃহবধূ রূপে।

পুজো মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে দুলতে থাকা ধানের শীষ, লাঙল, তৈরি হওয়া মাটির হাঁড়ি, ইতি উতি পড়ে থাকা খড় কুটো, গরুর গাড়ির চাকা, পেতে রাখা চাটাই– কানে আসবে ঝিঁঝিঁ পোকার কোরাস। পুজো কমিটির সম্পাদক সুব্রতপাল জানান সাবেকি আনা থেকে আমরা এবছর বেরিয়ে থিমের মাধ্যমে আমাদের পুজো তুলে ধরতে চলেছি, আমাদের এই পুজো মন্ডপে আসলে আপনিএক নিমেষে আপনি পৌঁছে যাবেন সেই গ্রামে, যেখানে পড়ে আছে আপনার শৈশব। ভিতরে দু হাত বিশিষ্ট দেবী মূর্তী যা সন্তানসহ পল্লী জননী তার অপরূপ গ্রাম্য সাজে, চমক এখানেই শেষ নয়। শক্তি স্বরূপ পূজিতা মা দুর্গা এখানে কৃষ্ণ বর্ণের। পাশাপাশি তিনি আরও জানান বিগত 52 বছরের ঐতিহ্য কে সম্বল করে 53 তম বর্ষে প্রথম বার আধুনিক থিম পুজোয় ব্রতী হয়েছে নবদ্বীপ অমর ভারতী ক্লাব আমরা আসা বাদী বিগত দিনে যেভাবে দর্শকের পছন্দের তালিকায় আমরা ছিলাম এবছরও তাই থাকবো। পুজো মন্ডপ তৈরী হচ্ছে বাঁশ, দড়ি, পরিবেশ বান্ধব রং, মাটির হাড়ি, ধানের শিশ, থাকছে গরুর গাড়ি, লাঙ্গল, তালগাছের ডিঙি সহ নানাবিধ গ্রামবাংলায় থাকা জিনিস, এছাড়াও পুজো মন্ডপের প্রবেশ পথের দু ধারে দেওয়ালে নজর দিলেই চোখে পরবে বিভিন্ন সামাজিক তথা সচেতনতা মূলক বার্তা। সব মিলিয়ে দূর্গা পুজোয় নবদ্বীপ শহরের এই পুজো মন্ডপে আসলে সকলকে একটুকরো গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই পুজো কমিটি তা বলাই বাহুল্য।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights