গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ বিরোধীদের ভোট চাওয়ার অধিকার নেই,। আমরা শাসক দল, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট চাওয়ার অধিকার শুধু আমাদেরই আছে। এমনি বিস্ফোরক মন্তব্য তৃনমুল প্রার্থীর। সোমবার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন দু নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পুষ্প দাস। এদিন ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার করলেন ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায়। নির্বাচনী ভোট প্রচার এর মধ্যে দিয়ে তৃণমূল প্রার্থীর দাবি, এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপিকে মনে করছেন তিনি, যদিও প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র কটাক্ষ করলেন বিরোধীদের। তিনি বলেন ওদের তো ভোট চাওয়ার অধিকার নেই, আমরা শাসকদল, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট চাওয়ার অধিকার শুধু আমাদেরই আছে। যদিও তৃণমূল প্রার্থীর এই মন্তব্যে ইতিমধ্যে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Thank you for reading this post, don't forget to subscribe!