[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/LzYvDmzB6oQ” align=”center”][vc_column_text]মালদা: প্রতিবছরের ন্যায় এবছরও হিন্দু মহিলা সমিতির বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল। মালদা টাউন হাই স্কুল ময়দানে, মঙ্গলবার সকালে কলস যাত্রার মধ্যে দিয়ে বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর দিনভর অনুষ্ঠিত হয় নানান ধর্মীয় অনুষ্ঠান। পূজা আরতি, দীক্ষা দান কর্মসূচি, অন্ন কুঠের ভোগ এবং বিশ্বশান্তির উদ্দেশ্যে এক মহাযষ্ণ অনুষ্ঠিত হয়। জানা যায় ১৯৭১ সাল থেকে হয়ে আসছে হিন্দু মহিলা সমিতির এই অনুষ্ঠান। সেই মত আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সংগঠনের মহিলাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা অংশ নিয়েছিল এই অনুষ্ঠানে।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!