গ্যাস কেওয়াইসি-র ফাঁদ! প্রতারকদের হাতে ৮১ হাজার টাকা খোয়ালেন কেবল ব্যবসায়ী


জয়দীপ মৈত্র,২২শে ফেব্রুয়ারী,দক্ষিণ দিনাজপুর: গ্যাস সংস্থার নামে ফোন করে কেওয়াইসি আপডেটের অছিলায় এক কেবল ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৮১ হাজার ৯৭ টাকা! প্রতারণার শিকার হওয়া ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস, যিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার বাসিন্দা। ইতিমধ্যেই তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। জানা গেছে, এদিন সকালে এক ব্যক্তি গ্যাস ডিস্ট্রিবিউটর এজেন্সির কর্মী পরিচয় দিয়ে তাকে ফোন করে। বলা হয়, বহুদিন ধরে তার গ্যাসের সাবসিডির টাকা ঢুকছে না, তাই কেওয়াইসি আপডেট করতে হবে। প্রতারকরা কিছু নথি হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেয়। সঞ্জয়বাবু নির্দিষ্ট নথিগুলি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮১ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। চিকিৎসার জন্য জমানো টাকা খোয়া যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

About The Author


Verified by MonsterInsights