অসুস্থ শূকরছানা দিয়ে দমিয়ে রাখা হয়েছিল আদিবাসী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের, অভিযোগের তীর বিডিওর বিরুদ্ধে


মালদা: আদিবাসী মহিলাদের TSP ঋণ প্রদান শুকর ছানা পালনের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মূলত যেটা অভিযোগ শূকর ছানার পরিবর্তে তারা তাদের ১২,৫০০ প্রাপ্য টাকা নিতে চান। কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে তাদের প্রতিপালনের জন্য শূকরছানা দেওয়া হবে। সে মত অবস্থায় চলতি মাসের ১ তারিখ প্রশাসনের পক্ষ থেকে স্বনির্ভর মহিলাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় শুকর ছানা গুলি। মূলত যেটা অভিযোগ, ১২,৫০০ টাকার পরিবর্তে ১,২০০ টাকার শুকর ছানা দেওয়া হয়েছে এবং সেগুলো অসুস্থ অচলাবস্থা ঠিক ভাবে চলতে পারছে না এমনকি কয়েকটি ছানা মারাও গেছে। এ ব্যাপারে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠী ও ব্লক প্রশাসনের মধ্যে এর আগেও একাধিকবার ঝামেলা লেগেই ছিল এবং বিক্ষোভ হয়েছিল ফলত বলা যেতে পারে সংবাদের শিরোনামে ছিল। এদিকে, এদিন পুরাতন মালদা ব্লক অফিসের সামনে আদিবাসী মহিলারা বিক্ষোভে সামিল হলে, তাদেরকে তালাবন্ধ করে অফিসের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরবর্তীতে এই তালা খুলতে গেলে ব্লক অফিসের স্টাফ এর সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের আরো গুরুতর অভিযোগ বিডিও সাহেবের বিরুদ্ধে যে আদিবাসী অধ্যুষিত বলে তাদেরকে অবহেলা করা হচ্ছে বলে জানান তারা।
অন্যদিকে, যদিও ফোন মারফত ব্লক আধিকারিক ইরফান হাবিব জানান ব্লকের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে জানান তিনি। যদিও, এ ব্যাপারে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি খোদ ভিডিও সাহেব যেখানে নিজেই দুর্নীতি করছেন বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেছেন, বিডিও সাহেব নিজেই মহিলাদের বাড়িতে গতকাল সন্ধ্যা বেলা গিয়েছিলেন এবং তাদেরকে হুমকি দিয়ে আসছেন যে তাদের সমস্ত রকম প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হবে যদি এই শূকরছানা গুলো তারা গ্রহণ না করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights