অনুষ্ঠিত হলো চন্ডীতলা প্রম্পটার এর দশমবর্ষ নাট্যমেলা ২০২১


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি চারদিন ধরে অনুষ্ঠিত হলো চন্ডীতলা প্রম্পটারের দশম বর্ষের নাট্যমেলা। চন্ডীতলা বিদ্যাসাগর কমিউনিটি হলে এই উৎসবের শুভ সূচনা করেন বিখ্যাত অভিনেতা সঞ্জীব সরকার। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব সুবীর মুখার্জী, শিক্ষাবিদ শঙ্কর তালুকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি কাবেরী দাস, চন্ডীতলা প্রম্পটার এর সভাপতি মিন্টু চৌধুরী এবং দলের কর্ণধার প্রদীপ রায়। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়। সকলেই তাদের ভাষণে এই উৎসবের সাফল্য কামনা করেন। প্রথমদিন উদ্বোধনী নৃত্য পরিচালনা করেন প্রিয়াঙ্কা ঘোষ রায়। মঞ্চস্থ হয় যাদবপুর মন্থন এর রাজীব বর্ধন পরিচালিত নাটক নকশি কাথার মাঠ এবং হরিপাল আশ্রমিক এর ভাস্কর দাস নির্দেশনায় নাটক মানব বোমা। দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় বালিগঞ্জ বাত‍্যজন নিবেদিত বিজয় মুখোপাধ্যায় নির্দেশিত নাটক অর্ধাগিনী এবং রামনগর নাট্য সৃজন নির্মিত কমলেশ দে পরিচালিত নাটক গল্প হলেও সত্য। তৃতীয়দিন পরিবেশিত হয় দমদম শব্দমুগ্ধর নাটক স‍্যাফো চিত্রাঙ্গদা। নিদের্শনা রাকেশ ঘোষ। পরের নাটক ছিল প্রদীপ রায় নির্দেশিত চন্ডীতলা প্রম্পটার এর নাটক তোতা কাহিনী। ছিলো ব্যারাকপুর নীহারিকার নাটক বিষয়ের বিষ। নির্দেশনা অসীম কর্মকার। উৎসবের শেষদিন মঞ্চস্থ হয় অঙ্গন বেলঘড়িয়ার নাটক আনন্দ নিকেতন। পরিচালনা অভি সেনগুপ্ত। এরপর মঞ্চস্থ হয় থিয়েলাইট এর নাটক অমৃতের সন্ধানে। নির্দেশনা অতনু সরকার। ছিলো উত্তরপাড়া উত্তরায়ণ প্রযোজিত নাটক দহন কাল। নির্দেশনা জয়ন্ত দাসগুপ্ত। এই উৎসবের শেষ নাটকটি ছিলো বালি উড়ানের নাটক খোলা জানালা। পরিচালনা সজন সৃজন মুখোপাধ্যায়। সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো দশম বর্ষের চন্ডীতলা প্রম্পটার এর নাট্যমেলা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights