করণদিঘী বিপ্লবী সংঘের পরিচালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা
করণদীঘি থেকে জাকির করণপার রিপোর্টঃ শ্যামাপূজা উপলক্ষ্যে রবিবার বিকেলে করণদিঘী বিপ্লবী সংঘের পরিচালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা করণদিঘী বিপ্লবী স়ংঘ এর সামনে থেকে শুরু হয়ে করণদিঘী পেট্রোল পাম্প এবং থেকে হাই স্কুল পর্যন্ত এই শোভাযাত্রা চলে। জানা যায় এই ঐতিয্যবাহী পূজো এবার ৪২তম (বিয়াল্লিশতম) বর্ষে পড়েছে। ফিতে কেটে পুজো শুভ উদ্বোধন করেন করণদিঘী বিপ্লবী সংঘের সভাপতি তথা করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। ছিলেন করণদিঘী ব্লকের BDO নিতিশ তামাং। করণদিঘী থানার I.C পলাশ মহন্ত। করণদিঘী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র সিনহা। করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান। বিশিষ্ট সমাজ সেবক শ্যাম লাল মাহাতো। এই শোভাযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পরার মতো। বিপ্লবী স়ংঘের সদস্যদের থেকে জানা যায় এবারের পুজোর থিম কুমোরের তৈরী টালির হাঁড়ি, পাতিল, চায়ের কাপ ইত্যাদির আদলে প্যান্ডেল করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!


