e6af304a-9065-4d6e-91aa-2dba19bf3eba

১০ ডিসেম্বর ২০২৪, কলকাতা: এবিভিপির ৭০তম রাষ্ট্রীয় অধিবেশন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। সারা দেশ থেকে প্রায় ১৩০০ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই সম্মেলন হয়। মনিপুরের সমস্যার স্থায়ী সমাধান ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রস্তাব পাশ করা হয়। এবিভিপির ৪২তম রাজ্য সম্মেলন ১৯-২১শে ডিসেম্বর কলকাতার গিরিশ পার্কের বিনানী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি উপস্থিত থাকবে এই সম্মেলনে। ২০ ডিসেম্বর তিলোত্তমার স্মৃতিতে ও অধরা বিচারের দাবিতে এক বিরাট মিছিল করবে এবিভিপি। এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, “দীর্ঘ ৮ বছর পর কলকাতায় বড় আকারে রাজ্য সম্মেলন হতে চলেছে। আরজি কর ঘটনার বিচারের দাবিতে ও কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন সহ সামগ্রিক সমস্যা মেটানোর সংকল্প নিয়ে এই সম্মেলন ও মিছিল করবে এবিভিপি। এবিভিপির পতাকাকে সামনে রেখেই শিক্ষাক্ষেত্রের সমস্যা দূর করার চেষ্টা চালাবো আমরা।”

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights