ওষুধের ওপর জি এস টি প্রত্যাহার সহ একাধিক ইস্যুতে বেলঘড়িয়ায় মেডিকেল রিপ্রেজেনটটিভদের বিক্ষোভ


বিশ্বজিৎ নাথঃ এফ এম আর এ আইয়ের ফিল্ড কর্মীরা ছয় দফা দাবিতে দেশব্যাপী বুধবার ধর্মঘটের ডাক দিয়েছিল। এদিন বেলঘড়িয়ার বাদমতলা মোড়ে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার করতে হবে। ন্যূনতম বেতন 26 হাজার টাকা করতে হবে। অনলাইন ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। শ্রম কোড আইন বাতিল করতে হবে। দাবিপূরণ না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights