chrome-capture-2023-6-20

Malda : এক যুবকের পচা-গলা দেহ উদ্ধার কালিয়াচকের ছাতরাগাছি রেল লাইনের পাশ থেকে। মৃত যুবকের নাম এস কে হাবিব খান। তার বয়স প্রায় ২৩ বছর। মোথাবাড়ি থানার মোথাবাড়ি শ্রীপুর খান পাড়ার এক যুবক ভোটের ফলাফলের পরের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। আত্মীয়-স্বজনের বাড়িসহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর গত ১৫ তারিখ মোথাবাড়ি থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। তারপর গত ১৭ তারিখ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ফোন করছি বলে ৪০ হাজার টাকা পণ চাওয়া হয় এবং একটি ফোন পে মোবাইল নম্বর দেওয়া হয়। ফোন আসা ফোন নম্বর এবং ফোন পে নম্বর সহ মোবাইলের কল রেকর্ডিং তুলে দেওয়া হয় মোথাবাড়ি থানার হাতে। তারপর আজ বৃহস্পতিবার কালিয়াচক থানার ডাঙ্গার ছাতারগাছি এলাকায় রেল লাইনের পাশে একটি পচা গলা মৃত্যু দেহ দেখতে পায় জনসাধারণ। পরিবারের লোকজন ছুটে এসে মৃত্য যুবকের পকেটে থাকা আধার ও ভোটার কার্ড দেখে দেহটি শনাক্ত করে। গতকাল এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে মৃত দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights