বাড়ি বাড়ি গিয়ে আজ প্রচার সারলেন ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী

c7b666dd-b6eb-4070-82e4-4189afdec8c0

ডানকুনি,হুগলী,তন্ময় ভৌমিক: আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড প্রবীরজিত সিংহ,যদিও এলাকায় সবাই তাকে বুবাই নামে চেনে ও এলাকায় সবার প্রিয় পাত্র বুবাই এবং দল-মত নির্বিশেষে মানুষের বিপদের সময় তাকে ঝাপিয়ে পড়তে দেখা যায় সবসময়, বুবাই বাবু পেশায় একজন মাছ বিক্রেতা,করোনা পরিস্থিতিতে এলাকার প্রতিটি বাড়ি স্যানেটাইজেশন করতে দেখা গেছে তাকে ও লকডাউনের সময় কর্মহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে দেখা গেছে এবং স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে বহুবার, এইবার তিনি জিতলে এলাকার মূল সমস্যা “জল জমার সমাধান করবেন বলে জানিয়েছেন আমাদের”।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights