জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে।

fb5ba88c-f1a1-4b5e-a77b-c36df9c5907c

মুহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় সূর্যোদয় মূক ও বধির হোমে যথাযথ মর্যাদার সাথে পালিত হল ‘ কবিপ্রণাম’ শীর্ষক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকগণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের কলা-কুশলীদের পাশাপাশি সূর্যোদয় হোম ও দেবীনগর হোমের আবাসিকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন এদিন। অনুষ্ঠান শেষ হয় মূক ও বধির আবাসিকদের দ্বারা পরিবেশিত কাব্যনৃত্য ‘বীরপুরুষ’ -এর মধ্য দিয়ে। সফলতা এবং সৌন্দর্যের সাথে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে, কবিপ্রনামের মধ্য দিয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights