বর্ষ বিদায় ও স্বাগত জানাতে দিঘায় পর্যটকের ঢল, পুলিশি কড়া নজরদারি


দীঘাঃ বর্ষ বিদায় ও নতুন বর্ষকে স্বগত জানাতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় পর্যটকদের ভীড়। কোভিড বিধি কঠোর ভাবে মানতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং। মাস্ক না পরে দিঘায় ঘোরাফেরা করলেই ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।একদিকে নতুন বছরের আনন্দ অপরদিকে চোখ রাঙাচ্ছে করোনার বাড়বাড়ন্ত। তাই চলতি বছরে বর্ষবরণ উৎসবে নিষেধ রয়েছে। তাই সৈকত শহর দিঘায়ও বর্ষবরণে চলতি বছরে ভাটা। তবে নতুন বছরে দিঘায় আগত পর্যটকদের মন মুগ্ধ করতে সৈকত সুন্দরী দিঘা কার্যত নিজেকে উজাড় করে দিচ্ছে। গত বড়দিন থেকেই দিঘা এখন পর্যটকে পরিপূর্ণ। অধিকাংশ হোটেল এখন সম্পূর্ণ বুকিং। এরই মাঝে যতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সমস্ত সর্তকতা নেওয়া হয়েছে হোটেলগুলি তরফ থেকে। মাস্ক এবং স্যানিটাইজারের পাশাপাশি কোভিড টেস্ট বাধ্যতামূলক। আর এসবের মাঝেও নতুন বছরের আগমনী বার্তায় ওল্ড দিঘা সৈকতাবাস লাগোয়া বিশ্ববাংলা উদ্যান, ব্লু ভিউ ঘাট সংলগ্ন দ্বিতীয় বিশ্ব বাংলা উদ্যান সহ সমস্ত এখন রঙিন আলোর সাজে রাঙিয়ে উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights