দীঘায় ভগবান ভূয্যা জালে একসঙ্গে প্রায় 50 মণ উঠল গুরজালি মাছ

Opera Snapshot_2022-01-12_215729_web.whatsapp.com

অরিজিৎ মাইতি,দীঘাঃ পূর্ব মেদিনীপুর দীঘায় ভগবান ভূয্যা জালে একসঙ্গে প্রায় 50 মণ উঠল গুরজালি মাছ। যা খানিকটা হলেও হতবাক হয়ে গেছেন মৎস্যজীবীরা। লকডাউন এর পরিস্থিতি সময় যখন তাতে আর্থিক অবস্থা খারাপ তখন এই সময় একসঙ্গে এত মাছ পেয়ে কার্যত খুশি মৎস্যজীবীরা। তাদের কথায় যেখানে 15 জন মৎসজীবি কাজ করেন ওই ভগবানের কাছে তারা প্রত্যেকে 5 থেকে 6 হাজার টাকা করে ভাগ পাবেন মৎস্যজীবীরা।মেঘলা আবহাওয়া জন্য এই মাছটি পাওয়া গেছে বলে মনে করছেন মৎস্যজীবীরা তাদের কথায় এই মাছ এখানে বিক্রি হয় না বাইরে বিক্রি হয়। এক কিলো মাছের দাম 600 থেকে 700 টাকা করে এবং দীর্ঘ এক মাস ধরে তাদের যে সমস্যা চলছিল তা কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights