বিশ্বজিৎ নাথঃ আসানসোলের পর এবার বিধাননগর পূরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সল্টলেকের ডি এল ব্লক থেকে ৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিয়ালী বসুর প্রচারে যোগ দেন দিলীপ ঘোষ। সেই মিছিল ই ই ব্লকে পৌঁছতেই মিছিল আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। নির্বাচনী বিধি ভঙ্গের কারণেই মিছিল আটকানো হয়েছে বলে দাবি পুলিশের। প্রচারে বাধা পেয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের মিটিং চলছে। খেলা-মেলা চলছে। কিন্তু বিজেপির প্রচার চলবে না। দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী বাংলায় করোনা বিধি মানা হচ্ছে না। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে করোনা কব্জায়। দিলীপ ঘোষের কথায়, এখানে সংক্রমণে এগিয়ে বাংলা। নির্বাচন কমিশনের গাইড লাইন শাসকদল মানছে না। নিয়ম শুধু বিরোধী দলগুলোর জন্যই।