করিমপুরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব


বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ আজ নদীয়ার করিমপুরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। করিমপুর এক নম্বর বিডিও অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ সহ উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পথ চলতি মানুষের হাতে বেঁধে দেওয়া হয় রাখি। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। জনগণের মাঝে বিশ্বের সেরা, এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Bishwajit Roy’s report: Rakhi Bandhan festival was held at the old bus stand of Karimpur in Nadia today. Various officials of Karimpur No. 1 BDO office along with other dignitaries were present. It was organized by the Government of West Bengal. On the occasion, rakhis are tied to the hands of the people walking on the road. Rabindranath and Kazi Nazrul Islam were remembered on the occasion. The world’s best among the masses, the event began with the opening anthem at the event.

About The Author


Verified by MonsterInsights