মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: এদিন মেখলিগঞ্জ পুলিশের তরফে এসডিপিও আশিস পি সুব্বা, সিআই ভাস্কর প্রধান ও মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকার চৌরঙ্গী হাইস্কুল,জামালদহ তুলসীদেবী উচ্চ বিদ্যালয়,চ্যাংরাবান্ধা উচ্চমাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান ও পরীক্ষার্থীদের পানীয় জল ও পেন তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে পুলিশের তরফে।
