ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্র র স্টুডিওতে ” নতুন পোশাক এবং ১৪২৯ বাংলা ডাইরি” প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট


ইন্দ্রজিৎ আইচঃ এই মুহূর্তে কলকাতা সহ সারা বাংলার সেরা ফ্যাশন ডিজাইনার হলেন ইরানী মিত্র। প্রতিবছর বাংলা নতুন বছরে সুতির শাড়ির ওপর নানা ধরণের ডিজাইন, গামছা দিয়ে শাড়ি, সাটিনের শাড়ির নানা রকম কারুকাজ এমন কি ছেলেদের নানা পাঞ্জাবি, কুর্তি র বিভিন্ন সাজ সজ্জার পোশাক তিনি লঞ্চ করেন এই দিন বিভিন্ন মডেলদের দিয়ে।
সামনেই পয়লা বৈশাখ ১৪২৯ সেই উপলক্ষে সম্প্রতি ইরানী মিত্র তার স্টুডিওতে বেশকিছু পুরুষ ও মহিলাদের ফ্যাশনেবল ড্রেস লঞ্চ করলো। গরমের পোশাক হিসাবে এইগুলো বাজারে এলো নতুন রূপে। পাশাপাশি এইদিন সেইসব পোশাক পরে র‍্যামপে হাঁটলেন মডেল রিতা আচার্য হালদার, পূজা বিশ্বাস, রঞ্জনা সরকার, মহুয়া দাস, পুতুল ধর, কোয়েল খরা, অভিজিৎ পাল, অবন্তিকা ঘোষ। এদের মেকআপ করেন তাপস বসাক, সুতপা সাহা এবং বন্দনা মন্ডল। ইরানী মিত্র র ভাবনা ও পরিকল্পনায় এই প্রথমবার ১৪১৯ এর বাংলা ডাইরী উদ্বোধন করলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার, দেবিকা মুখার্জী, পায়েল রায়, পরিচালক রেশমী মিত্র, অরুনিমা দে।বারো মাসের বারোটি পাতায় ইরানী মিত্রর ডিজাইন করা পোশাক পড়েছেন ইন্দ্রানী হালদার, রেশমী মিত্র, পায়েল রায়, শিরিন চক্রবর্তী, জয়শ্রী মজুমদার, সীমা দাস, শ্রীময়ী শুর, রেহান কবির, অজন্তা পান্ডে, অনামিকা চৌধুরী, অতসী শীল এবং ডিজাইনার ইরানী মিত্র নিজে। সবমিলিয়ে এইদিনে ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্রর দক্ষিণ কলকাতার স্টুডিও ছিলো এক কথায় চাঁদের হাট।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights