জে ও আই বাজারে আনতে চলেছে ডেয়ারী শিল্প

6661d289-0483-458d-b43c-2d6c84f2156d

ইন্দ্রজিৎ আইচঃ আর পাঁচটা ডেয়ারী শিল্পর মতন জেওআই আনতে চলেছে আগামী পয়লা বৈশাখ থেকে ৫০০ এম এল এর দুধ। এর জন্য তারা ১৫০ কোটি টাকা তারা ব্যাবসায় নিয়োগ করেছে। পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে জেওআই এর মূল ব্যান্ড জেআইএস গ্রুপের ডিরেক্টার আনমোল সিং নাড়ুলা জানালেন ৫০০ এম এল যে বোতল প্যাকেজিং এটা রিসাইকেলিং। এর ফলে কোনো ভাইরাস বা জীবাণু আমাদের দুধ নষ্ট করতে পারবে না। ১০০% সুরক্ষিত। ৫০০ এম এল দাম করা হয়েছে ৩৫ টাকা, এক লিটার এর দাম ৬৫ থেকে ৭০ টাকা। জেআইএস ফার্মের মার্কেটিং সেলস এর চিন্ময় চ্যাটার্জী জানালেন আমাদের নিজস্ব খাটাল থেকে বা খামার থেকে এই গরুর দুধ সংগ্রহ করে সম্পূর্ণ সুরক্ষিত উপায়ে অত্যাধুনিক ভাবে প্যাকেজিং হয়ে মার্কেটে আসবে। এক প্রশ্নের উত্তরে জেআইএস ফার্মের হেড অফ সেলস এর শীর্ষেন্দু চ্যাটার্জী জানালেন এখন মার্কেটে যে সব কোম্পানি দুধ সরবরাহ করছে তাদের প্লাস্টিক পাউচে সেগুলি কোনোটাই স্বাস্থ্যের পক্ষে সুরক্ষিত নয়। তাই মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বোতলে দুধ আনছি যেটা সবার খেতে ভালো লাগবে ও স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights