কালা দিবস পালন করল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বান্দোয়ান শাখার নির্মাণ কর্মীরা


সহদেব পরামানিক: আজ বুধবার কালা দিবস পালন করল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বান্দোয়ান শাখার নির্মাণ কর্মীরা । জানা যায় বিদ্যুৎ কর্মী হিসাবে থাকলেও বর্তমানে তারা নির্মাণ কর্মী হিসেবে হয়েছে বিদ্যুৎকর্মী হিসেবে এখনো স্বীকৃতি পায়নি , তাই বেশ কিছু দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা । তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল-১. অবিলম্বে কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে রাজ্যের শ্রম দপ্তরকে বন্টন কোম্পানির ঠিকা কর্মীদের ক্যাটাগরি করে বেতন নির্ধারণ করতে হবে ।২. শ্রম আইন ভঙ্গ কারি ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. C S P দের কয়েক মাসের বেতন ও দুই বছর যাবৎ বকেয়া অন্যান্য ভাতা বিল মিটিয়ে দিতে হবে। ৪. মাসের নির্দিষ্ট দিনের বেতন প্রদান করতে হবে ও পে স্লিপ দিতে হবে । ৫. ঠিকা কর্মীদের আইন মোতাবেক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান সহ একাধিক দাবি জানান তারা ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights