ব্যাংকের নিচ থেকেই মোটরবাইক চুরি

d0f6ce5f-68eb-407a-9ff8-985754a01256

করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ করিমপুর ব্রাঞ্চে সহায়তা নিধি ব্যাংকের এই ব্যক্তি ব্রাঞ্চ ম্যানেজার। থানার মোড়ে এই ব্যাংকটি অবস্থিত ব্যাংকের নিচ থেকেই তার মোটরবাইকটি গতকাল চুরি যায় উক্ত বিষয়ে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ মোতাবেক করিমপুর থানার পুলিশ উক্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আজ সন্ধ্যা ছয়টায় বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এই নিয়ে করিমপুরে দুই দিনে দুটো মোটর বাইক চুরি গেল প্রথমটি করিমপুর থেকে চুরি যায়। করিমপুর থানার এ এসআই মৃণাল বাবু উক্ত ঘটনার তদন্ত করেন এই ঘটনার দুইদিন পূর্বে করিমপুরের অভয় পুর গ্রামে একটি মোটরসাইকেল চুরি যায়। দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে মানুষ খুব চিন্তার মধ্যে রয়েছে নদিয়ার

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights