রক্ত দান উৎসব পালন করেন স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে

c474f413-ce55-4b99-966b-dc2de8e94964

নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ঃ নদীয়ার করিমপুরে তৃণমূল পার্টির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মোট 35 জন রক্ত দাতা রক্ত দান করেন স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিজন ঘটক এবং সম্পাদক ছিলেন অতনু ঘোষ মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্থানীয় বিধায়ক বিমলেন্দু সিংহ প্রায় 77 নম্বর বিধানসভা করিমপুর এছাড়া এমএলএ তাপস সাহা সুবল ঘোষ সহ আশিস চট্টোপাধ্যায় বিজন ঘটক অতনু ঘোষ ও আরো অনেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights